এবার চীনের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৭ ডিসেম্বর, ২০২১ ২২:৫৩  
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যবিরোধ আবারও বাড়ছে। বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পর এবার চীনের একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। খবর রয়টার্স। খবরে বলা হয়, চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর উপর অবৈধ নজরদারির অভিযোগে ঐ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর আওতায় মার্কিন বাণিজ্য বিভাগ একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস এবং এর ১১টি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য সীমিত করার ঘোষণা দেয়া হয়েছে। জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন যেসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেগুলো জৈবপ্রযুক্তি ও মানবাধিকারের অপব্যবহার করতে নজরদারিমূলক কাজে ব্যবহার করা হয়। এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে মিলে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে সেন্সটাইম গ্রুপ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানও রয়েছে। প্রতিষ্ঠানটিতে চীনা সামরিক বাহিনীর অংশীদারত্ব রয়েছে। নজরদারি প্রযুক্তি পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। উইঘুর মুসলিমদের দমনের বিষয়টি মাথায় রেখে এই প্রতিষ্ঠান একটি চেহারা শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবন করেছে। নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলে মনে করা হচ্ছে। ডিবিটেক/বিএমটি